প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার হত্যাকারীদের দায়মুক্তি ছিল সংসদের ইতিহাসে এক কালো অধ্যায়। শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীতে সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ৫০ বছরে বাংলাদেশের সংবিধানে অনেক কাটাছেঁড়া হয়েছে। জাতির পিতার হত্যাকারীদের দায়মুক্তি ছিল সংসদের ইতিহাসে এক কালো অধ্যায়। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে দেশে স্থিতিশীলতা আছে। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে। তিনি বলেন, সংসদের পাঁচ দশকের পথচলা মসৃণ ছিল না। গণতন্ত্রের যাত্রাপথে অনেক ঘাত-প্রতিঘাত পার হতে হয়েছে।