রাশিয়ার তেল ইউরোপে রপ্তানি করে মুনাফা কামাচ্ছে ভারত

রাশিয়ার উৎপাদিত জ্বালানি তেল পরোক্ষভাবে ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে কিনছে ইউরোপীয় দেশগুলো। স্বস্তায় রাশিয়ার কাছ থেকে তেল কিনে পরিশোধনের পর ইউরোপের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ মুনাফাও কামিয়ে নিচ্ছে ভারতীয় পরিশোধন কারখানাগুলো। কেপলার এবং ভরটেক্সার কাছ থেকে পাওয়া জাহাজ চলাচল তথ্য বিশ্লেষণ করে এমনটাই জানা গেছে। কেপলারের দেওয়া তথ্যে দেখা গেছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে ইউরোপ সাধারণত ভারত থেকে প্রতিদিন গড়ে ১ লাখ ৫৪ হাজার ডিজেল এবং জেট ফুয়েল কিনতো। ইউরোপীয় ইউনিয়ন ৫ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার পরে এটি বেড়ে দুই লাখ ব্যারেল হয়েছে। একটা সময় উচ্চ পরিবহন খরচের কারণে ভারতীয় শোধনাগারগুলো খুব কমই রাশিয়ার তেল কিনতো। অথচ গত মাসে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি টানা সপ্তম মাসে বেড়েছে ভারতের। ২০২২-২৩ সালে রাশিয়া থেকে ভারত দৈনিক ৯ লাখ ৭০ হাজার থেকে ৯ লাখ ৮১ হাজার ব্যারেল তেল আমদানি করেছে। গত অর্থবছরে ইউরোপে ভারতের ডিজেল রপ্তানি ১২ থেকে ১৬ শতাংশ বেড়েছে। এছাড়া আগের বছরের তুলনায় ভারত ইউরোপে দৈনিক ৪০ থেকে ৪২ হাজার ব্যারেল বেশি জেট ফুয়েল রপ্তানি করেছে। ভারতীয় ডিজেলের প্রধান ইউরোপীয় ক্রেতারা হলেন ফ্রান্স, তুরস্ক, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। ইউরোপে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাকুয়াম গ্যাস অয়েলের (ভিজিও) চালানও বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২-২৩ সালে ভারতের কাছ থেকে দৈনিক ১১ থেকে ১২ হাজার ব্যারেল ভিজিও নিয়েছে। অথচ এর আগের অর্থবছরে মাত্র ৫০০ ব্যারেল ভিজিও নিতো যুক্তরাষ্ট্র।