দ্বিতীয় দিনে ৩৬৯ রানে অলআউট বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ৩৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বুধবার (৫ এপ্রিল) রাজধানীর শের-ই-বাংলা স্টেডিয়ামে এই খেলা সম্পন্ন হয়। দ্বিতীয় দিনের ম্যাচটিতে ১৫৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ছয়টি চার ও দুটি ছয়ে ৫৫ রান সংগ্রহ করেছেন মিরাজ। খালেদ আহমেদ অপরাজিত থাকেন ৪ রানে। অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা বাকি আছে ১৭ ওভার। সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২১৪। বাংলাদেশ প্রথম ইনিংস: (আগের দিন ৩৪/২) ৮০.৩ ওভারে ৩৬৯ (মুমিনুল ১৭, মুশফিক ১২৬, সাকিব ৮৭, লিটন ৪৩, মিরাজ ৫৫, তাইজুল ৪, শরিফুল ৪, ইবাদত ০, খালেদ ৪*; অ্যাডায়ার ১৭-২-৬৪-২, হিউম ১১-২-৩৭-০, ম্যাকব্রাইন ২৮-২-১১৮-৬, ক্যাম্পার ৮-১-৫৪-০, হোয়াইট ১৩.৩-০-৭১-২, টেক্টর ৩-০-২১-০)।