ছাত্র আন্দোলনে আজ সংহতি জানাবেন ব্যান্ড জগতের শীর্ষ তারকারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। শনিবার বিকাল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সংগীত শিল্পীরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রবীন্দ্র সরোবর (ধানমন্ডি ৮/এ) তে মিলিত হব। সংগীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন। আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সে সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসঙ্গে এ গানগুলো গাইব, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাব।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমাদের সব মিউজিশিয়ানদের উপস্থিতি এখানে মুখ্য। আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এখানে একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করব।’ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ কর্মসূচিতে যোগ দেওয়া আগ্রহ প্রকাশ করেছেন ব্যান্ড জগতের শীর্ষ তারকারা। এর মধ্যে মাইলস, আর্টসেল, শিরোনামহীন, চিরকুট, কুঁড়েঘর, মেকানিক্স, ক্রিপটিক ফেইটের ব্যান্ড দল রয়েছে। পাশাপাশি সুরকার প্রিন্স মাহমুদ, গায়ক পার্থ বড়ুয়া ছাড়াও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী।

শনিবারের ‘শোক মিছিল’ বাতিল করলো আওয়ামী লীগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার(৩…