বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কিছু রাজনৈতিক দল দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি করে আসছে। এ লক্ষ্যে দফায় দফায় বৈঠক করছে তারা। সব শেষ রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বৈঠক শেষে ‘রাষ্ট্রপতিকে অবশ্যই চলে যেতে হবে’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এবার রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘হয় এবার, না-হয় নেভার’ লিখে নতুন বার্তা দিয়েছেন তিনি। সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এমন মন্তব্য করেন।
ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ‘সাহাবুদ্দিন চুপ্পু কেন থাকবে না?’ শিরোনামের একটি ভিডিও লিংকও দেন হাসনাত।
এর আগে একই ইস্যুতে জামায়াত-বিএনপির সঙ্গেও বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।