সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুরিয়া গ্রামে বসত বাড়িতে দুর্ধর্ষভাবে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির ২ টি রুমের আলমারি ও সুকেসএর তালা ভেঙে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। জানা যায় যে, গত মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী ২০২৪ খ্রীঃ রাতে কোন এক সময়ে এই বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ চুরির ঘটনায় এলাকাবাসী জানান মৃত আব্দুল কাদেরের ছেলে, মোঃ আমিরুল ইসলাম (৪৩) এই গ্রামে স্থায়ী ভাবে বসবাস করে আসছেন হঠাৎ করে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আমিরুল ইসলাম বলেন আমার ভাইয়ের বাচ্চাদের লেখা পড়ার সুবিধার্থে ২০০৭ সাল থেকে পরিবারের লোকজন জেলা শহরে ভাড়া থাকে। আমি গ্রামের বাড়িতে একাই থাকি, হঠাৎ আমি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরি ডক্টর দেখানোর জন্য ঘটনার আগের দিন সোমবার (১২ ফেব্রুয়ারী) জেলা শহরে যাই এবং ডক্টর দেখিয়ে ভাইয়ের বাসায় যাই। (১৪ ফেব্রুয়ারী) সকালে বাড়ি ফিরে এসে দেখি বাড়ির মেইন গেটের তালা ভাঙ্গা বাড়ির ভিতরে ঢুকে দেখি ঘড়ের দরজা খোলা এবং ২ টি রুমের ভিতর আলমারি ড্রয়ার, ওয়্যারড্রোব এর তালা ভাঙ্গা, দেখতে পাই ব্যবহারের কাপড়-চোপড়, প্রয়োজনীয় কাগজ পত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করা পড়ে থাকতে। আমি বাড়িতে না থাকার কারনে এই সুযোগে চোর চক্রেরা সম্ভবত বাড়ির বাহির দিয়ে প্রবেশ করে ২ টি রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারে। চোরেরা বাসায় থাকা নগদ ৫ লাখ টাকা, কিছু স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী আমিরুল ইসলাম।