সায়েন্সল্যাবে দুইপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর সায়েন্স-ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্সল্যাব এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।

এ ঘটনায় শঙ্কা প্রকাশ করে ল্যাবএইড হাসপাতালের কর্মকতা ইফতেখারুল ইসলাম বলেন, হাসপাতালের সামনে সংঘর্ষের ঘটনা উদ্বেগজনক। এখানে অনেক রোগী আছেন। আশা করি সবাই বিষয়টি বুঝবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরমে দুর্ভোগে পড়েছেন মানুষ। ইতোমধ্যে যাত্রাবাড়ী, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা, নতুনবাজার, কুড়িল বিশ্বরোপ, মিরপুর-১০ ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।