সাবেক সচিবের বাসায় মিলল ৩ কোটির বেশি দেশি-বিদেশি মুদ্রা

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শাহ কামাল নামে এক অবসরপ্রাপ্ত সচিবের বাসা থেকে এসব মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি।

সংশ্লিষ্টরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা পাওয়া যায়।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে মোট ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, বিদেশি মুদ্রা রয়েছে টাকার পরিমাণে ১০ লাখ তিন হাজার ৩০৬। এর মধ্যে ইউএস ডলার ৩ হাজার, মালেশিয়ান রিংগিত ১ হাজার ৩২০, সৌদি রিয়াল ২ হাজার ৯৬৯, সিঙ্গাপুরি ডলার ৪ হাজার ১২২, অস্ট্রেলিয়ান ডলার ১ হাজার ৯১৫, কোরিয়ান ইউয়ান ৩৫ হাজার ও চাইনিজ ইউয়ান ১৯৯।

প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে বদলি, কেনাকাটাসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।