সহিংসতার ঘটনায় ঢামেক আরও একজনের মৃত্যু

কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন চৌধুরী (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়ামিন উত্তর বাড্ডার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঞ্চনপুর গ্রামে। তিনি উত্তর বাড্ডা হাসান উদ্দিন সড়কে থাকতেন।

হাসপাতালে নিহত ইয়ামিনের বাবা রতন চৌধুরী জানান, গত শুক্রবার বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হন ইয়ামান। সেদিনই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

বাচ্চু মিয়া জানান, নিহত ইয়ামিনের পেটে ও হাতে গুলিবিদ্ধ হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও মাইনুদ্দিন (২৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।