শারীরিক অবস্থা বিবেচনায় ‘আন্দোলনে বিরতি’, যান চলাচল স্বাভাবিক

সন্ধ্যা ৬টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে উন্নত চিকিৎসার দাবিতে সড়কে নামা গণঅভ্যুত্থানে আহতরা শারীরিক অবস্থা বিবেচনায় ‘আন্দোলনে বিরতি’ দিয়েছেন। সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে আন্দোলনকারীরা তাদের অবস্থান ত্যাগ করলে ৮ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে তারা রাজধানীর শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করেছিলেন।

আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র মোহাম্মদ শরীফ বলেন, ‘‘মাগরিবের আজান এবং সকলের শারীরিক অবস্থা বিবেচনায় সাময়িক বিরতিতে যাচ্ছি আমরা। বিরতি শেষে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।’’

এর আগে, বিকেলে মোহাম্মদ শরীফ বলেছিলেন, “আমাদের দুজন সহযোদ্ধা আহত হওয়ায় ৪টার পরিবর্তে ৬টা পর্যন্ত আল্টিমেটাম দিলাম। এর মধ্যে যদি কোনো উপদেষ্টা দেখা না করেন, তাহলে আমরা সচিবালয় নয়, সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে যাব।’’

দরকার হলে কেউ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার পথ বেছে নেবেন— এমন হঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।