লুট হওয়া অস্ত্র উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করল বিজিবি

রাজশাহী মহানগরী বিভিন্ন থানা থেকে লুট হওয়া দুটি টি অস্ত্র ও শটগানের গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি ১সদস্যরা ৫ আগস্ট সরকার পতনের দিন এসব অস্ত্র লুট হয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বিজিবি ১ এর সহকারী পরিচালক (এডি) নজরুল ইসলাম। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট ছাত্র জনতা অভ্যতনের পর অস্ত্র লুট করেন দুর্বৃত্তরা। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সদস্যরা তা উদ্ধার করে বিজিকে হস্তান্তর করলে।

সেগুলো সংশ্লিষ্ট থানাকে বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান , বিভিন্ন থানা বা হারিয়ে এলাকায় যেসব অস্ত্র বা গোলাবারুদ্ধ লুট হয়েছে এরই মধ্যে সেগুলো বিভিন্ন বাহিনীর উদ্ধার করে বুঝিয়ে দিতে শুরু করেছে। অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর সময় বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।