রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকায় মৌমিতা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি রাইজিংবিডিকে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে শনিরআখড়া ব্রিজের ওপর যাত্রীবাহী মৌমিতা পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।