রাজধানী গুলিস্তান ও দক্ষিণখান এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নারী মারা গেছে। পুলিশ জানান, নিহত দুই মহিলার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আজ রোববার (১০ মার্চ) সকালের দিকে রাজধানীর পৃথক স্থান থেকে দুই নারী মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। রাজধানী গুলিস্তান পাতাল মার্কেটের পাশে হলের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫০) এক মহিলাকে উদ্ধার করে ভ্যানচালক রাসেল হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। রাসেল জানান, গুলিস্তান হলের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত ওই মহিলা আহত অবস্থায় পড়ে থাকলে উপস্থিত পুলিশ তার ভ্যানে তুলে হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালের আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দক্ষিণখান কসাইবাড়ি রেলগেটের পাশের সড়কে অটো রিকশার ধাক্কায় অজ্ঞাত (৪০) মহিলা গুরুতর আহত হলে অটোচালক মোস্তাকিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে মোস্তাকিম জানান, কসাইবাড়ি রেলগেট-সংলগ্ন সড়কে রাস্তা পারাপার হওয়ার সময় তার অটোর ধাক্কায় ওই নারী মারা গেছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলিস্তান ও দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুই নারীর নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তাদের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।