নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন ও শানঘাট এলাকার বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান উপস্হিত থেকে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় সদর উপজেলার মাতারকাপন, শিমুলতলা, শ্যামেরকোনা ও হাসানপুর এলাকায়।
এসময় উপস্থিত ছিলেন, নাসের রহমান এর সহধর্মিণী ও জেলা বিএনপির সহসভাপতি রেজিনা নাসের,সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত,সহ সভাপতি সাবেক ছাত্র নেতা আশিক মোসাররফ,সাবেক যুবদল নেতা জেলা বিএনপির সহ সভাপতি মো. হেলু মিয়া, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।