মৌলভীবাজার জেলার উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ার্ল্ড হোয়াইড ক্যাম্পেইন গ্রুপ এর আয়োজনে জেলা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ মে) সকালে শহরের রেষ্ট ইন হোটেলের হলরুমে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
সেমিনারে ১০ দফা দাবি মৌলভীবাজার জেলার ২৫ লক্ষ জনসাধারণের, দশ দফা দাবীগুলো হচ্ছে, মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ দ্রুত চুড়ান্ত অনুমোদন দেখতে চায় জেলাবাসী।
মৌলভীবাজার জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি ল’কলেজ । মনু নদীর উপর নতুন আরেকটি সেতু নির্মাণ করা ।
 শ্রীমঙ্গল-মৌলভীবাজার শহর-সিলেট নতুন রেল লাইন চালুর পরিকল্পনা গ্রহণ।
মনু ও ধলাই নদীর বাধ পুনঃনির্মাণ ও নদী খনন কাজ শুরু করা এবং মৌলভীবাজার জেলার হাওরগুলোতে হাওর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন
 মৌলভীবাজারের ইকোপার্ক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ।
মৌলভীবাজার জেলার প্রধান সড়কগুলোকে চার লেনে উন্নীতকরণ।
শমশেরনগর বিমানবন্দর পূণরায় চালু সহ অন্তত সাপ্তাহিক একটি ফ্লাইট চালু করার জোর দাবি।
 মৌলভীবাজার জেলা স্টেডিয়ামকে আধুনিকরণ ও সংস্কারকাজ সম্পাদন করা।
 শ্রীমঙ্গল-মৌলভীবাজার শহর-সিলেট নতুন রেল লাইন চালুর পরিকল্পনা গ্রহণ সহ এই দাবীগুলো বাস্তবায়নে মাননীয় পরিকল্পনা মন্ত্রী
ও বন ও পরিবেশ মন্ত্রি এবং আমাদের জেলার অন্যান্য সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদ উপজেলা ও পৌর জনপ্রতিনিধিরা অগ্রাধিকার সম্ভাবনার কথা বিবেচনায় এনে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মকিস মনসুর।