সারা দেশের সাথে মৌলভীবাজারেও শুরু হবে এইচপিডি টিকাদান ক্যাম্পেইন-২০২৪। এ উপলক্ষে বুধবার মৌলভীবাজার ইপিআই ভবনে এক সংংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান।
সম্মেলনে ১০ থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী “এইচপিডি” নামক ভাইরাসকে “সারভারিক্স” নামক টিকা ভবিষ্যতে সুরক্ষা দেবে এমনটা তথ্য দেন।
তিনি বলেন, জেলায় ১ লাখ ৩ হাজার ৪৯০ জন কিশোরীকে টিকা দানে লক্ষমাত্রা ধরা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত আবেদন করেছেন ২৬ হাজার জন।
এসময় মেয়েদের জরায়ুমুখে কিভাবে কোন কারণে ভাইরাস বাসা বাধে এমনটা স্কিনে দেখানো হয়। ওই বয়সী মেয়েদের একটি টিকা দিলে ৯৫ শতাংশ কাজে লেগে সুরক্ষা দেবে জানিয়ে সিভিল সার্জন জানান, এদেশে প্রতি ১ লাখ নারীতে ১১ জন নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। এই রোগে প্রতিবছর দেশে ৪ হাজার ৯শ ৭১ জন নারী মারা যান।
কাজেই এখনই আমাদের সচেতন হতে হবে। তিনি বলেন, বেলজিয়ামের তৈরি জিএসকে কোম্পানির “সারভারিক্স” টিকা দিলে সহজে সুরক্ষা দেবে। তাই একটি ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারবে মেয়েরা।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের এসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট মোঃ শাহ আলম, কার্যালয়ের ওয়ারল্ড হেলথ অরগানাইজেশান’র মেডিকেল অফিসার ডাঃ মুত্তাকিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রবিউস সানী।
এসময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ও বাসস প্রতিনিধি ডাঃ সাদিক আহমদ, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এনটিভির স্টাফ করেসপনডেন্ট এসএম উমেদ আলী, সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল ,দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক দিনকাল প্রতিনিধি,মমশাদ আহমদ, দিপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম প্রমুখ।