সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যদোয়ের সাথে সাথেই মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ ।
এসময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন,পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা,জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান,মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরিফ,সিনিয়র সহ সভাপতি ও বিএনপি নেতা মো: আব্দুর রহিম রিপন,পরিচালক তোফায়েল ইসলাম তুয়েল,পরিচালক যোবায়ের আহমদ,পুলিশ প্রশাসন,জেলা পরিষদ,
পৌরসভা,মৌলভীবাজার প্রেসক্লাব,মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার শাখার, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা,জেলা বিএনপি,যুবদল, ছাত্র দল,শ্রমীক দল, স্বেচ্ছাসেবকদল তাতিদল জেলা জাসাস, সহ রাজনৈতিক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,ব্যাংকার,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
সকাল ৮টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কর্যালয়ের সম্মুখে একদিনের একটি মেলার আয়োজন করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন সমুহ।