মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ’র সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ডাঃ সাদিক আহমদ, আজাদুর রহমান আজাদ,সৈয়দ হুমায়েদ আলী শাহিন,এসএম উমেদ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দীপ্ত টিভির সাংবাদিক বকসি মিছবাহ হুর রহমান,ফেরদৌস আহমদ দুলাল,নজরুল ইসলাম মুহিব, পৌর বিএনপির সভাপতি মমশাদ আহমদ, মোঃ আব্দুল ওয়াদুদ, আব্দাল মাহবুব কোরাইশি, ইমাদ উদ দীন, এডভোকেট নিয়ামুল হক,সাইফুল ইসলাম,আব্দুল কাইয়ুম প্রমুখ।
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আব্দুস সালাম,আরিফ আহমদ, জাকারিয়া হোসেন ইমন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মোকতাদির হোসেন। পরে নিহত শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন কুসুমবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওঃ সৈয়দ মাজদুদ আহমদ রাফি। উপস্থিত ছিলেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওঃ হাসান আহমদ চৌধুরী।