মৌলভীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১০ মার্চ) মৌলভীবাজারে পালিত হলো ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’।
এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছরই ঝড়, বৃষ্টি ও বন্যাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। দুর্যোগ মোকাবিলায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সচেতন থাকতে হবে।”
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।