মৌলভীবাজারের জুড়ীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে সোহেল মিয়া (৩১) নামে সাজা পরোয়ানাভুক্ত চুরি ও ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ )দিবাগত রাতে জুড়ী উপজেলার  জামকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে।
গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতি মামলায় একাধিক গ্রেফতারি পরোয়ানা মূলতবী আছে। সে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গরু চুরির বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে।
গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেফতারী মূলতবী আছে। শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।