মেঘনায় জাহাজে রক্তাক্ত সাত লাশ

চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা সারবোঝাই একটি কার্গো জাহাজ থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ। এ সময় আরো তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল সোমবার বিকেল ৪টায় জেলার হাইমচরে মাঝির চর এলাকা চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা সারবোঝাই একটি কার্গো জাহাজ থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ।

গতকাল সোমবার বিকেল ৪টায় জেলার হাইমচরে মাঝির চর এলাকায় এই ঘটনা ঘটে। ওই জাহাজের বিভিন্ন কেবিন থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

নিহতরা হলেন জাহাজের মাষ্টার কিবরিয়া, ইঞ্জিনচালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রীজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আর আহত ব্যক্তির নাম জুয়েল। তাদের সবার বাড়ি নড়াইল জেলায়।