গতকাল সোমবার বিকেল ৪টায় জেলার হাইমচরে মাঝির চর এলাকা চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা সারবোঝাই একটি কার্গো জাহাজ থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ।
কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোস্ট গার্ড ও পুলিশ ঘটনা তদন্ত করছে। চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, এরই মধ্যে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব ফোনে থাকা কললিস্ট ধরে তদন্ত কাজ চলছে। তবে এখন পর্যন্ত জাহাজ থেকে লুটপাটের কোনো আলামত পাওয়া যায়নি।
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. ফজলুল হক জানান, ঘটনার পর থেকে নদীতে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে সার বোঝাই করে জাহাজটি চাঁদপুরের মেঘনা পাড়ি দিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে যাচ্ছিল।
সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি জানান, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।