ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং চট্রগ্রাম আদালত চত্বরে হত্যাকান্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাধারণ ছাত্র-জনতা ও টাউন কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দের আলাদা ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধনে নানা প্রতিবাদী স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ হয়। এতে বক্তারা ভারতকে হুঁশিয়ারী দিয়ে বলেন, পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের অপতৎপরতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ‘ইসকন’ একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন, ইসকনের সদস্যদের মাধ্যমেই চট্টগ্রামে আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়, তাই অনতিবিলম্বে তার হত্যাকারীদের দ্রুত বিচারসহ ইসকনকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা।