ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতারা এলাকায় এ সংঘর্ষ।
নিহত দুই ব্যক্তি হলেন—মো. আজাদ (৫০) ও মো. আমানত (৫০)। আজাদ বিষ্ণুতারা এলাকার ওমর আলীর ছেলে ও মো. আমানত একই এলাকার মিছির আলীর ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, “জমি নিয়ে সংঘর্ষে আজাদ ও আমানত নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। আজাদ ও আমানত প্রতিবেশী ছিলেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। আসামিদের গ্রেপ্তারে আমরা কাজ করছি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।”