গতকাল ২১ জানুয়ারি’২০২৫ বেলা ১১ টায় বীরগঞ্জ প্রেসক্লাবে এসে তৃতীয় লিঙ্গের সাথী আক্তার সঙ্গীও একদল হিজড়া সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত ভাবে জানানো হয় সাথী আক্তারের সাথে গোলাপগঞ্জের ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে ইজারাদার মোশারফ হোসেনের ইসলামী শরীয়ত মতে ইংরেজি ২০১৮ সালে বিবাহ হয় কিন্তু বিবাহের পর থেকে যৌতুক লোভী স্বামী, অন্যের সম্পদ গ্রাসী মোশারফ, তার স্ত্রী সাথীর উপর সীমাহীন অত্যাচারসহ ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন নির্যাতন শুরু করে।
সাথী আক্তার মাহাতাবপুর মৌজায় নিজ বাড়িতেই বসবাস এবং এলাকায় গুরুমাদের পরামর্শে অন্যান্য হিজরাদের মতই তার জীবন পরিচালনা করেন বলে উপস্থিত বীরগঞ্জের প্রবীন হিজড়া পারুলসহ সকলেই স্বীকার করেন।
সাথী আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ট্রাইব্যুনাল, দিনাজপুরে ৭৫৩/২৪ নম্বর মামলা দায়ের করে।
স্বামী-স্ত্রী বনিবনাত না হওয়া এবং অশান্তির কারনে উভয়ের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে।
ইতোপূর্বে সাথী আক্তারও হাজতে ছিল, জামিনে মুক্তি লাভ করেছে।
বর্তমানে মোশারফ হাজতে বন্দী আছে।
তথাপি তার সন্ত্রাসী কর্মকান্ড থেমে নেই, সাথী আক্তার উপস্থিত হিজড়াদের সঙ্গে নিয়ে লিখিত বক্তব্যে বলেন ব্রাক্ষ্মনভিটার দেলোয়ার ওরফে রেখা হিজড়া, চিরির বন্দরের শাহিনুর হিজড়া ওরফে কালা সাথী এবং ঠাকুর গায়ের রুবেল হিজরার নেতৃত্বে একদল অজ্ঞাতনামা বহিরাগত হিজড়া বাহিনী লাঠিসোটা, দা, বল্লম সামুরাই নিয়ে গত ১৯ জানুয়ারি’২৫ বেলা দুইটার দিকে ৩/৪টি মাইক্রো যোগে গোলাপগঞ্জ এসে সাথীকে বাড়ী থেকে উচ্ছেদসহ হত্যা করে লাশ গুম করার জন্য যত্রতত্র খুজতে থাকে।
অগত্যায় সাথী আক্তার ঢাকাস্থ তার গুরুমা দিপালী হিজড়া কে ফোন দেয়, তিনি পঞ্চগড় দেবীগঞ্জের নেতা শিউলী হিজরাকে বিষয়টি দেখার নির্দেশ দেন।
সে মোতাবেক শিউলী হিজড়া তাৎক্ষণিক ৩০/৩২ জনের একটি দল নিয়ে বসতবাড়িসহ সাথীকে রক্ষা করতে মহাদেবপুর সাথীর বাড়িতে এসে হাজির হয় এবং এখন পর্যন্ত অবস্থান করছে।
বিশাল উপস্থিতি বুঝতে পেরে দেলোয়ার ওরফে রেখা হিজরার নেতৃত্বে মোশারফের হিজড়া বাহিনী মোবাইলে হুমকি ধামকি দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
সতর্ক অবস্থায় থাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে নাই মর্মে সাথীর দাবী।
মোশারফ একজন ধনাঢ্য প্রভাবশালী, মাস্তান প্রকৃতির পক্ষান্তরে নিরিহ-সহজ-সরল সাথী আকতার ও তার সঙ্গীরা আইন-বিচার, প্রশাসনসহ সর্বস্তরের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
অভিযুক্ত ইজারাদার মোশারফ হাজতে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত বহিরাগত হিজড়া রেখা, কালা সাথী ও রুবেলের মুঠোফোনে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায় নি। সাথীর ফোনে হুমকি ধামকি দেয়ার বেশ কয়েকটি ওডিও রেকর্ড সংরক্ষিত আছে, যা সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলকে শোনানো হয়েছে।
তবে স্থানীয় সচেতন মহল মোশারফের তীব্র সমালোচনা করে উপযুক্ত বিচার দাবী করেছেন।
লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও নির্যাতিত সাথী আক্তার, সে সময় তার সঙ্গে ছিলেন বীরগঞ্জের প্রবীণ হিজড়া পারুলসহ অন্যান্যরা।