রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের চকিড়পাড়া মহল্লার মন্ডল মার্কেটে অজানা আগুনের সূত্রপাতে এই দূর্ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে তাহেরপুর পৌরসভার মন্ডল মার্কেটে আলিফের তৈলের দোকানে হটাৎ আগুন ধরে যায় এবং মহুর্তের মধ্যে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। নাম প্রকাশ না করে আলিফের দোকানের এক কর্মচারী বলেন, কিভাবে আগুন ধরেছে আমরা বুঝতে পারিনি। দোকানে ২ লড়ি পেট্রোল,অকটেন এবং ডিজেল থাকা অবস্থায় মালিক আরেক লড়ি ৯০০০/- লিটার পেট্রোল তৈল পদ্মা অয়েল কোম্পানির গাড়ি থেকে নামানো অবস্হায় দোকানের মালিক আলিফের গায়ের পোশাকে হটাৎ করে আগুন ধরে যায় এবং রাস্তায় গড়াগড়ি করানোর পর ভ্যান যোগে ডাক্তারে কাছে চিকিৎসা নিতে পাঠানো হয়। সাথে সাথে তৈলের গাড়িতেও আগুন ধরে যায় এবং ড্রাইভারের হাতে ও আগুন ধরে কিছু অংশ পুড়ে গেছে। দোকানে সিসি ক্যামেরা, ২ টা আইফোন, ফ্লেক্সিলড দেওয়া ১ লাখ ৫০ হাজার টাকা সহ একটা ভিভো মোবাইল ফোন , একটা বাটন মোবাইল এবং নগদ টাকা সহ সব কিছু পুড়ে গেছে।
আগুন নেভাতে ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট ৫টা ৪০মিনিট থেকে রাত্রি ৭টা পর্যন্ত কাজ করে এবং আগুন নেভাতে সক্ষম হয়। ইউনিট গুলো হলো বাগমারা,দুর্গাপুর এবং পুঠিঁয়া। সাথে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সোহাইল রানার সহযোগিতায় সকল পুলিশ সবধরনের সহযোগিতা করেন।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইদুরের সাথে ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তৈলের দোকান থেকে আগুনের সূত্রপাত কিন্তু কিভাবে আগুন লেগেছে আমরা সঠিক তথ্য পায়নি। তিনি বলেন পুড়ে যাওয়া ৬ টা দোকান মালিকের হিসাব আমরা পেয়েছি কিন্ত ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানতে পারিনি। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহাইল রানার সাথে কথা বললে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানতে পারিনি তবে আলিফের তৈলের দোকান সহ ৬ টি মালিকের দোকান ঘর পূড়ে গেছে।