বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অঙ্গসংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এর অনুসারী সংগঠন ‘স্বদেশি জাগরণ মঞ্চ’।তাদের দাবি, মিটিং-মিছিল না করে বাংলাদেশের যাবতীয় পণ্য বয়কট করা হোক। পশ্চিমঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বাড়ি বাড়ি প্রচারের পরিকল্পনাও আছে এই সংগঠনের। বাজারের কোন কোন সামগ্রী বাংলাদেশের , তা চেনাতে তালিকাও তৈরি করেছে তারা। তাদের উদ্দেশ্য, প্রথমে বিজেপি-সহ সঙ্ঘ মনোভাবাপন্ন সব সংগঠনের সদস্যদের বয়কট শুরু করতে বলা হবে। এর পরে একই সাধারণ মানুষকে এই অনুরোধ করা হবে।
কেন্দ্রীয় সরকারের কাছেও বেশ কিছু দাবি জানাতে চলেছে এই গোষ্ঠী। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ চেয়েছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। এ বার তাদের দাবি, সব রকম বাংলাদেশি পণ্য আমদানি ও বিক্রয় বন্ধ করা হোক। তুলো-সহ অন্যান্য সামগ্রীর রপ্তানি বন্ধ রাখা হোক। মঞ্চের লক্ষ্য, বাংলাদেশের বস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজার বন্ধ করা।
এমনকি, সাময়িকভাবে হলেও বাংলাদেশিদের ভারতে চিকিৎসার ভিসা দেওয়া বন্ধ রাখা হোক বলে কেন্দ্রের কাছে দাবি জানাতে চায় মঞ্চ।
সংগঠনের নেতারা বলছেন, দেশব্যাপী বয়কট আন্দোলন করতে চাইলেও তা শুরু হবে বাংলা থেকেই। কারণ, পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্দোলনের জন্য সব চেয়ে ভাল ‘জমি’ এ রাজ্য বলেই মনে করেন তারা।
বাংলা, ওড়িশা এবং সিকিম নিয়ে মঞ্চের সাংগঠনিক পূর্ব ক্ষেত্রের নেতা অম্লানকুসুম ঘোষ বলেন, ‘ইতিহাস জানে, যত বার বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলায়। আর এখন সেখানে যে ভাবে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, তাতে বাঙালি হিন্দুদের সবচেয়ে আগে প্রতিবাদ করা উচিত। আমরা সেই কারণেই চাই, বাংলায় বাংলাদেশের যাবতীয় সামগ্রী বয়কট করা হোক।’