বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকাপাট

টানা ১৫ দিন পানি ছাড়ার পর বন্ধ করা হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জলকপাটগুলো বন্ধ করা হয় বলে নিশ্চিত করেছেন  কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

এর আগে, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত ২৪ আগস্ট সন্ধ্যায় বিপৎসীমা অতিক্রম করে। পানি যাতে লোকালয় প্লাবিত না করে সে কারণে ২৫ আগস্ট সকাল ৮টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে কাপ্তাই লেকের পানি কর্ণফুলী নদীতে ছাড়া শুরু হয়। এরপরও পানি না কমায় কয়েক ধাপে জলকপাটগুলো কম বেশি খুলে দেয় কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, টানা ১৫ দিন ধরে পানি ছাড়ার পর কাপ্তাই লেকের পানির লেভেল কমতে থাকায় অথাৎ বিপৎসীমার নিচে চলে আসায় আমরা আজ সকাল ১০টার দিকে পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছি।