নিজস্ব প্রতিবেদক,প্রেস কাউন্সিল সাংবাদিক প্রশিক্ষনার্থী ফোরাম,সিলেট বিভাগের সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক রুমান আহমদ। (১১ সেপ্টেম্বর) বুধবার সাংবাদিক ফরিদ খান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা-সভাপতি, প্রেস কাউন্সিল সাংবাদিক প্রশিক্ষনার্থী ফোরাম কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগের সভাপতি’র নাম ঘোষণা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বাংলাদেশ প্রেস কাউন্সিল হইতে যে সকল সাংবাদিক, প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত হয়েছেন /হচ্ছেন /হবেন , তাদের সমন্বয়ে দেশব্যাপী জেলা-উপজেলায় এ জাতীয় হাজার হাজার প্রশিক্ষনার্থী ও সনদ প্রাপ্তদের সংঘবদ্ধ করে কল্যাণকর লক্ষ্য-উদ্দেশ্যে গঠন করা হয়েছে…… প্রেস কাউন্সিল সাংবাদিক প্রশিক্ষনার্থী ফোরাম । সাংবাদিক রোমান আহমেদকে… প্রেস কাউন্সিল সাংবাদিক প্রশিক্ষনার্থী ফোরাম , সিলেট বিভাগের সভাপতি মনোনীত করে সিলেট বিভাগের প্রতিটি জেলা-উপজেলা শাখা গঠনের দায়িত্ব প্রদান করেন। সাংবাদিক ফরিদ খান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা-সভাপতি, প্রেসকাউন্সিল সাংবাদিক প্রশিক্ষনার্থী ফোরাম – কেন্দ্রীয় কমিটি , অস্থায়ী প্রধান কার্যালয় : ১৪/২ তোপখানা রোড, ঢাকা – বাংলাদেশ ।