জাতীয় পার্টির অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদ জানিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি, সেখানে জাতীয় পার্টি তুচ্ছ বিষয়। আবু সাঈদের রক্তমাখা রংপুরে কোনো স্বৈরাচারের দোসরদের চোখ রাঙানোকে ভয় পায় না বিপ্লবী ছাত্ররা। সাহস সামর্থ্য থাকলে জাতীয় পার্টিকে তারিখ নির্ধারণ করে রাজপথে আসুন।’
তিনি বলেন, যারা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্টকে ক্ষমতায় বৈধতা দিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা প্রত্যেকে ২৪-এর গণ-অভ্যুত্থানের দোসর। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ‘রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে রাষ্ট্র সংস্কারের তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়ে এসব কথা বলেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
এদিকে অপর আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা হচ্ছে। গত দুদিন ধরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হচ্ছে। দেশের সব রাজনৈতিক দল যদি চায় তাকে অপসারণ করতে- তাহলে কোনো অপশক্তি নেই তাকে আর এই পদে বসিয়ে রাখতে পারে।
তিনি বলেন, ‘আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের মানুষের সম্মতিতে এমন একজন মানুষকে বসাব, যিনি ২০২৪-এর স্পিরিটকে ধারণ করেন, আগামীতেও করবেন। এমন একজন মানুষকেই আমরা সেখানে বসাব।’
সারজিস বলেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনো কিছু পুলিশ বিভিন্ন মোড়কে দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছে। দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে। কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছে। কেউ আবার পরবর্তী সময়ে যাতে সুবিধা নেওয়া যায় সে চেষ্টা করছে।