ঢাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে সংহতি জানিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা অবস্থান নেন। সেখান থেকে ফিলিস্তিনের বড় পতাকা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

শিক্ষার্থীরা বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন। এর পর মিছিল নিয়ে ভিসি চত্বর, ফুলার রোড, শহিদ মিনার হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে আসেন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি‘, টু জিরো টু ফোর, জেনোসাইড নো মোর‘, ‘টু জিরো টু ফোর, চাইল্ড কিলিং নো মোর‘, ‘টু জিরো টু ফোর, উইমেন কিলিং নো মোর‘, ‘টু জিরো টু ফোর, ওকুপেশন নো মোর’, ‘টু জিরো টু ফোর, জায়োনিজম নো মোর, ‘জায়োনিস্টদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘কাশ্মীর থেকে ফিলিস্তিন, মুক্তি পাক মুক্তি পাক‘ প্রভৃতি স্লোগান দেন।