টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস আজ

১৯৭১ সালের এই দিনে বাংলার সূর্যসেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইলকে মুক্ত করে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। এখানকার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ যুদ্ধের কাহিনি দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। কালিহাতীর কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ও পরিচালিত ‘কাদেরিয়া বাহিনী’র বীরত্বের কথা স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা পালন করে কাদেরিয়া বাহিনী।

চারদিক থেকে তাদের আক্রমণে দিশাহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। ১০ ডিসেম্বর টাঙ্গাইল শহরের অদূরে কালিহাতীর পৌলি এবং এর আশপাশের এলাকায় মিত্র বাহিনীর ছত্রীসেনা অবতরণ করায় হানাদারদের মনোবল একেবারেই ভেঙে পড়ে। ১১ ডিসেম্বর ভোর থেকে বিজয়ী মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করতে থাকেন। টাঙ্গাইল শহর শত্রুমুক্ত হয়।
মানুষ নেমে আসে রাস্তায়। হানাদারমুক্ত দিবস উপলক্ষে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।