চাঁদপুরের কোরালিয়ায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় চার জনকে ঢাকায় আনা হচ্ছে।
রবিবার (৯ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ভাড়াটিয়া আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মহিন সর্দার (১৬) ও মিরাজের স্ত্রী নুসরাত জাহান নিভা (২২)।
স্থানীয়রা জানান, ভোরে কোরালিয়ায় ছয় তলা ভবনের চার তলায় এ দুর্ঘটনা ঘটে। সাহরির জন্য খাবার গরম করতে গ্যাসের চুলা জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ছয় জন দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হোসেন সুমন বলেন, “দগ্ধ অবস্থায় এখানে ছয় জন এসেছিলেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চার জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।”