সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন উপলক্ষে মিলাদ ও কেক কাটাকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। গত শনিবার রাতে ওই এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের মহড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার বিকেলে শেখ হাসিনার জন্মদিন কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে কয়েকটি মসজিদে দোয়া ও নয়াহাট বাজারে কেক কাটেন নেতাকর্মীরা। ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৮টায় নয়াহাট বাজারে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকারের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এরপর বিএনপির সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ বাধে। এতে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমান গাজী ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার এবং বিএনপির সমর্থক বৃদ্ধ বিল্লাল হোসেন গাজী আহত হন। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হানিফ সরকার বলেন, নয়াহাট এলাকায় দুই গ্রুপের মারামারির ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।