চট্টগ্রামে মদপানে মারা গেলেন ২ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ঐ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামের আবুল বশর ও চার নম্বর ওয়ার্ডের দীঘিনামা গ্রামের জাহাঙ্গীর আলম। দুজনই পেশায় অটোরিকশাচালক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আবুল বশর ও জাহাঙ্গীর আলম দুজন বন্ধু। দীর্ঘদিন ধরে মদপানের অভ্যাস ছিল তাদের। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও বাড়বকুণ্ড বাজারে একসঙ্গে মদপান করেন দুজন। এরপর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে বুধবার সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা ডাকাডাকির একপর্যায়ে রুমে গিয়ে তাদের মৃত অবস্থায় পান। বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মদপানে মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলমের বড় ভাই সেলিম উদ্দিন। শারীরিক জটিলতায় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। সীতাকুণ্ড মডেল থানার এসআই রাজিব পোদ্দার বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে তারা বিষাক্ত মদপানে মারা গেছে বলে আমরা জানতে পারি। তবে এ ঘটনায় কারো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।