গৌরনদীতে আ.লীগের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালের গৌরনদীতে ২০২৩ সালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, বিস্ফোরণ ও চাঁদাবাজির ঘটনায় আওয়ামী লীগের ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা আক্কেল সরদার বাদী হয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান ১নং আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক মোস্তফা সেরনিয়াবাত, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভূঁইয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।