রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক যুবকের। আহত ওই যুবকের নাম জিসান (২৫)। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন পথশিশু ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
তারা জানায়, জিসান তেজগাঁও রেলস্টেশন এলাকায় থাকে। পাশাপাশি ভাঙ্গারি সংগ্রহ করে। সে ঘুমের ট্যালেট খেয়েছিলো সকালে। ঘুম ঘুম চোখে জিসান রেললাইন পার হওয়ার সময় কমলাপুর রেলস্টেশন গামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি পাও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মুখমন্ডল ও মাথায় আঘাত আছে।
পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া পাটি পলিথিন ব্যাগে ভরে হাসপাতালে নিয়ে আসে ওই পথশিশুরা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, জিসান নামে ওই যুবকের অবস্থা মুমূর্ষু। এই ঘটনায় তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।