শিক্ষার্থীদের দাবির মুখে কুবি প্রক্টরিয়াল বডির পদত্যাগ, বহাল উপাচার্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছে। আজ শনিবার রাত ১১ টায় তাঁরা রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন। কিন্তু এখনও পদে বহাল রয়েছেন উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন।শনিবার (১০ আগস্ট)রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক বলেন, আমি পদত্যাগ পত্র পেয়েছি। তারা বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন।এর আগে গত আজ সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমন্বয়করা। আজ রাতের মধ্যে পদত্যাগ না করলে আগামীকাল উপাচার্যের বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছিলেন তারা।তবে এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈনকে মুঠোফোনে কল দিয়েও কোনো যোগাযোগ করা যায়নি।পদত্যাগের বিষয়ে প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনায় আমরা পদত্যাগ করেছি। এ ছাড়া অন্য কিছু বলতে পারবো না।