শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিটি আবাসিক হল থেকে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা চত্বরের সামনে একত্রিত হতে দেখা যায় তাদের।

এ সময় ‘আনসারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এতো সাহস পেলি কই, আনসার তুই গেলি কই’, ‘এ্যাকশন টু এ্যাকশন, ডাইরেক্ট একশন’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

সিফাত উল্লাহ নামে বিক্ষোভকারীদের একজন বলেন, সবেমাত্র ২০ দিন হলো ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদায় নিয়েছে। দেশ গোছাতে কিছুদিন সময়তো লাগবেই। কিন্তু আনসার বাহিনী এ ভয়াবহ বন্যার মধ্যেই তাদের দাবি নিয়ে গত কয়েকদিন ধরে যা করছে, তা কোনোভাবেই কাম্য না। আমার মনে হয় আওয়ামী লীগের ষড়যন্ত্রে তারা এমন কাজে লিপ্ত হয়েছে। শিক্ষার্থীদের গায়ে পর্যন্ত হাত তুলেছে এবং গুলি চালিয়েছে। বড় শক্তি না থাকলে এতো সাহস পাওয়ার কথা না।  শিক্ষার্থী বলেন, ‘আমাদের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কয়েকমাসের জন্য নতুন নিয়ম করা উচিত। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগপর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সবধরনের বিক্ষোভ মিছিল, সমাবেশ, শোভাযাত্রা নিষিদ্ধ করা হোক। কারণ এই সংকট কালীন মুহূর্তে তাদের কাজে সহযোগিতা করা প্রয়োজন। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থী এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।