রাবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে কিছু অজ্ঞাত ব্যক্তি। আজ বুধবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে এই ভাঙচুর করে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরকারীরা শাবল নিয়ে এসেছিল। তাদের দেখে নিয়মিত ছাত্র বলে মনে হয়নি। গত ৫ আগস্ট কিছু ব্যক্তি এসে ম্যুরালের চোখ আর নাক ভেঙে দিয়েছিল। আর আজ পুরো মুখমন্ডলটাই ভেঙে ফেলেছে।

সরেজমিনে দেখা যায়, ম্যুরালের মুখমন্ডল পুরোটা ভেঙে ফেলা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে না ম্যুরালটি আসলে কার। ম্যুরালের সামনের কিছু অংশ লোহার চেইন দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সেই অংশটুকুর চারপাশেও আঘাত করে ভাঙা হয়েছে।

এদিকে অন্য কয়েকটি হলের মত শেখ মুজিবুর রহমান হল প্রশাসনের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৩১ জন কর্মকর্তা। ফলে, ম্যুরাল ভাঙচুরের বিষয়ে কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।