রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন ভবন ও আবাসিক হলের নাম পরিবর্তন, ফ্যাসিবাদীদের বিচারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাবি গণঅভ্যুত্থান মঞ্চ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও হত্যার বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিস্টদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। তাছাড়া, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টদের নামে থাকা ভবন ও হলের নাম পরিবর্তন করা হলেও রাবিতে তা এখনো বাস্তবায়িত হয়নি।
এ সময় আরবি বিভাগের শিক্ষার্থী তামিম বলেন, অতীতে শিক্ষার্থীদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিস্টদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। ছাত্রসমাজ দমে যায়নি, তারা ফ্যাসিবাদ প্রতিহত করবে।
আরেক শিক্ষার্থী জাহিদ হাসান জিয়া বলেন, সরকার ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করেছে, দোসরদের প্রমোশন দিচ্ছে, কিন্তু ন্যায়বিচার নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টদের নামে ভবন-হল পরিবর্তনের উদ্যোগ হলেও রাবিতে তা বাস্তবায়িত হয়নি।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট ও তাদের দোসর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিচার নিশ্চিত করা, ফ্যাসিস্টদের প্রমোশন অনতিবিলম্বে স্থগিত করা এবং ফ্যাসিস্ট ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও আবাসিক হলের নাম পরিবর্তন করে সেবার মান বৃদ্ধি করা।
বিক্ষোভ সমাবেশে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।