রাবিতে ‘ক্যারিয়ার ও উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে “ক্যারিয়ার ও উচ্চশিক্ষা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. ফারাহা নেওয়াজ।
সেমিনারের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়।
সেমিনারে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, সেমিনারে অংশগ্রহণ করে আমাদের ক্যারিয়ার, দক্ষতা ও জ্ঞান এর পরিধিকে আরও সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতেও এমন সেমিনার চাই।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দিন খান বলেন, একজন মানুষের লক্ষ্য নির্ধারণ করার পরে পরবর্তী পদক্ষেপগুলো হলো প্রস্তুতি ও কর্ম। আপনি কোথায় যেতে চান তা স্থির করুন এবং আপনার সীমাবদ্ধতার উপর ভিত্তি করে সেরা পথটি বের করুন। যখন আপনি একটি লক্ষ্য স্থির করেন এবং সত্যিকার অর্থে এটার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তখন আপনার সমস্ত কিছু আপনার মন, শরীর ও চিন্তা সারিবদ্ধ হয়ে এটি আপনাকে অর্জনে সহায়তা করে।
তিনি আরো বলেন, আমরা একটি বাজার অর্থনীতিতে বাস করি যেখানে শিক্ষা একটি পণ্যে পরিণত হয়েছে। নিজের জন্য বিনিয়োগ করলে রিটার্ন পাওয়া যায়।
ড. ফারাহা নেওয়াজ বলেন, পরিকল্পনা, প্রস্তুতি আর কর্ম হলো জীবনের লক্ষ্য অর্জনের মূলমন্ত্র। ক্যারিয়ারের পরিকল্পনা করার সময় আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা করা উচিত যাতে একটা পরিকল্পনা ব্যর্থ হলে যেনো বিকল্প আরেকটা পরিকল্পনা থাকে। এছাড়া ক্যারিয়ারের সুবিধা-অসুবিধা সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজের উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে।
সবশেষে, অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।