বসন্তবরণ কিংবা ভালবাসা দিবস দুটোই তারুণ্যের উচ্ছ্বাস বয়ে নিয়ে আসে।এই উৎসবকে আরও রাঙিয়ে তুলতে প্রানবন্ত এক রম্য বিতর্কের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। “আমার পেশাতেই বসন্ত আসে, আমার পেশাতেই প্রেম রঙিন” প্রতিপাদ্যকে সামনে রেখেই বুধবার কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গনে রম্য বিতর্কটি অনুষ্ঠিত হয়। এ সময় বিতর্কে অংশগ্রহণকারীরা বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব করে ভালবাসার খাতে তারাই সেরা প্রমাণের চেষ্টা করেন। বিতার্কিকদের মধ্যে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, কবি, টিকটকার, বেকার নিজেদের পক্ষে যুক্তি খন্ডনের মাধ্যমে প্রমান করেন প্রেমিকের পাল্লায় তাদের ওজনই ভারী। অনুষ্ঠানটিতে বিচারকের দায়িত্বে ছিলেন ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি নিশাত জাহান নিসা ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুগ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর তছলিম আহম্মদ, উপদেষ্টা রুহুল আমিন ও আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মানসুরা খানম, ডিবেটিং সোসাইটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুগ্ধ বলেন, বসন্তবরণ খুব স্বাভাবিকভাবেই বাঙালী জাতির মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি করে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোও বসন্তকে বরণ করে নেয় নানা রঙে-ঢঙে। এই আমেজেই একটা নতুন মাত্রা যুক্ত করতে আমাদের এই আয়োজন। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে।