ভর্তিচ্ছুদের সহায়তায় রাবি ছাত্রলীগের নানা কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রলীগের তথ্য প্রদান ও সহায়তা কেন্দ্র থাকবে। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা, কলম বিতরণ, পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের বসার ব্যবস্থা করবে ছাত্রলীগ। শিক্ষার্থীদের সুবিধার্থে ১১টি একাডেমিক ভবনের সামনে থাকবে তথ্য সহায়তা কেন্দ্র। যেখান থেকে পরীক্ষার্থীরা ভর্তি বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। ভর্তিচ্ছুদের সহায়তার বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। সেই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তিচ্ছুদের সহায়তায় নানা কর্মসূচি পালন করবে। এরই মধ্যে হল ছাত্রলীগের নেতৃবৃন্দ, অনুষদের নেতৃবৃন্দসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রতিবারই শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন রকম কাজ করে থাকে। এবারো শিক্ষার্থীদের সহায়তায় কাজ করবে ছাত্রলীগ। তাছাড়া যেসব শিক্ষার্থীদের আবাসন সমস্যা আছে, তাদের আবাসন ব্যবস্থার জন্য প্রতিটি হল ইউনিট কাজ করবেন।