ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পর পুলিশ এসে ধাওয়া দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, রাবার বুলেট ছোড়ে পুলিশ। শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে এসে যোগ দিয়েছেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

উল্লেখ্য, গতকাল সারা দেশে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তারা।