উত্তরবঙ্গের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা। এবারের অন-ক্যাম্পাস প্রোগ্রামের চ্যালেঞ্জ হচ্ছে “UNLIMITED! “, আর ইতোমধ্যে প্রোগ্রামে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রোগ্রাম সম্পর্কিত সকল তথ্য “Hult Prize at Varendra University” পেইজে পাওয়া যাবে।
‘হাল্ট প্রাইজ’ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে সামাজিক সমস্যা সমাধানমূলক পরিকল্পনা উত্থাপিত হয়। যেখানে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা মেধা-মনন ব্যবহার করে অনন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রদর্শনের মাধ্যমে বিশ্বের যে কোনও অর্থনৈতিক, সামাজিক বা পরিবেশ সংকট নিরসনে সহায়তা করে।
যা বেকারত্ব এর হার লক্ষনীয়ভাবে কমিয়ে আনতে কিংবা প্রচুর কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা তৈরি করতে সক্ষম। গ্লোবাল সামিটে জাতিসংঘের তত্ত্বাবধানে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮.৫ কোটি টাকা) প্রদান করা হয় তাদের বিজনেস আইডিয়া বাস্তবায়নের জন্য। হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্ট-২০২৪ পরিচালনার উদ্দেশ্যে অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে।
২১ অক্টোবর এই কমিটি ঘোষণা করা হয়। অন-ক্যাম্পাস ইভেন্টটির ৩৬ সদস্যবিশিষ্ট এই কমিটি ৯ টি বিভিন্ন দলে বিভক্ত আছে। হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস কো-অর্ডিনেটর ও এডাভাইজার হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আরিফা ফেরদৌসী।
এই বছরের অন-ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: তিলাক আহমেদ এবং ডেপুটি ডিরেক্টর হিসেবে রয়েছেন মোসা: জাকিয়া তাসনিম । গত বছর প্রায় ২৫টি দল অন-ক্যাম্পাস প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং চূড়ান্তভাবে ৩টি দল বাছাই করা হয়।
পরবর্তীতে নিউইয়র্ক সামিট রাউন্ডে ২ লক্ষ দলের মাঝে ৭০০টি দল সিলেক্টেড হয়, এবং সেখানে “Team Salvage” সিলেক্টেড হয়ে, ৩টি রাউন্ডের মাঝে ১টি রাউন্ড সফলভাবে পার করে।