এই কর্মসূচির সাথে সংহতি রেখে আজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয় নি।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, ‘গাজায় নিরীহ মানুষের ওপর বর্বোচিত হামলা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সবসময় ন্যায়, মানবতা ও শান্তির পক্ষে। আমরা গাজাবাসীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং ইসরায়েলের এই নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’
অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা চলাকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।