বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ব্র‍্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ব্র‍্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, রাজশাহীর মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ( ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান। উপস্থিত ছিলেন প্রকৌশল ও বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, ব্যবসায় ও আইন বিভাগের ডিন ড. কানিজ হাবিবা আফরিন, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ ও ব্র‍্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, রাজশাহীর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির রিজিওনাল ম্যানেজার হাসিনা আক্তার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিভেট স্পেশালিষ্ট নুর নবী, এমপ্লয়মেন্ট অফিসার সাওদা জামান, মার্কেটিং এসোসিয়েট হাশেম বাধন এবং এসোসিয়েট অফিসার মাসুকুর শিহাব।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সফট ও হার্ড স্কিল ডেভেলপমেন্টের অংশ হিসেবে ব্র‍্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট, রাজশাহীর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই সমঝোতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কম্পিউটারের বিভিন্ন স্কিলসহ চাকরি বাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের সুযোগ পাবে। এগুলোর পাশাপাশি গবেষণায় দুটি প্রতিষ্ঠান পারস্পারিক সহযোগিতার হাত প্রসারিত করবে এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ব্র‍্যাকের সাথে ইন্টার্নশিপের সুযোগ পাবে।