অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠায় ছুটি ঘোষণা করতে হয়েছে ঐতিহ্যাবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজে।
বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিহা নুর অথই রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘আমাদের বর্তমান অধ্যক্ষ ও উপাধ্যক্ষ আসনে বসার পর থেকেই তারা নানা অনিয়ম করে আসছেন। তাদের বিরুদ্ধে বাড়তি ফি আদায়ের অভিযোগ রয়েছে।
‘এসব বিষয়ে কোনো শিক্ষার্থী জিজ্ঞাসা করতে গেলেও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন,’ বলেন অথই।
ঢাকা সিটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সৈকত হাসান রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘কম্পিউটার সায়েন্স বিভাগের একজন জনপ্রিয় শিক্ষক সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সুমন স্যারকে কোনো কারণ ছাড়াই মিথ্যা অভিযোগ করে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এটা অন্যায়। তাই আমরা অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগের দাবি করছি।’
এই কলেজের বিজ্ঞান বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী শাহারিয়ার মাহির বলেন, ‘যেহেতু কলেজে গভর্নিং বডি নেই, তাই কলেজ প্রশাসন অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক।’
বিক্ষোভের সময় আরও শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছিল। তাদের কাছ থেকে পাঁচ দফা দাবি সম্পর্কে জানা গেল।
বিকেল পৌনে ৫টায় সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা বিক্ষোভ থামিয়ে চলে যান। এ সময় নিউ মার্কেট থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।