নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে

আন্তর্জাতিক নারী দিবস শুভেচ্ছা জানিয়েছেন ডেইলি দেশ নিউজ ডটকম,র প্রকাশক রায়হান রোহান। আন্তর্জাতিক নারী দিবস  জানিয়ে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন

সাথে এটাও সত্য যে, কোন কোন ক্ষেত্রে এই নারীই আবার আমাদের সমাজে নির্যাতিত, নিপিড়ীত, শোষিত এবং বঞ্চিত।

নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।”

রায়হান রোহান বলেন “আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে।আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলার নারীসমাজ সক্রিয় ভূমিকা রেখেছে।

রায়হান রোহান বলেন “জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ভূমিকা রেখেছে । আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে।”

সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদেরকে উৎসাহী হয়ে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান ।

“আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয়, অনুপ্রেরণা আর সাহস যোগায়। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানাই।

১৯১০ সালের ৮ ই মার্চ থেকে পালিত হওয়া আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবছরের মত এই বছর আমাদের বাসনা হোক লিঙ্গবৈষম্য দূর করে শিল্প-সাহিত্যসহ সব ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া।