ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের বড় শোডাউন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-স্লোগানে রাজপথ দখলে রেখেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল থেকে শহীদ মিনার হয়ে চানখারপুল পর্যন্ত দখলে নিয়ে শোডাউন দিতে দেখা আন্দোলনকারীদের।

এ সময় তারা আমার ভাই নিহত কেন, জবাব চাই জবাব চাই; কোটা না মেধা, মেধা মেধা; আমার ভাইয়ের ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই; আপস না রাজপথ, রাজপথ রাজপথসহ নানান স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে টিএসসি এলাকা থেকে উপাচার্য ভবন পর্যন্ত দখলে রেখেছে ছাত্রলীগ। সামনে আগাতে চেয়েও আগায়নি তারা। টিএসসিতেই স্লোগান দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশ। আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক শ।